ভাষা সৈনিক, চট্টগ্রামের প্রথম শহীদ মিনার নির্মাণের নেতৃত্বদানকারী, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক কাজী জাফরুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী আজ। পঞ্চাশ ও ষাটের দশকের প্রগতিশীল ছাত্র আন্দোলনের তুখোড় এই নেতা আইয়ুবের সামরিক শাসনামলে একাধিকবার কারারুদ্ধ হন। শাসকদের বাধা উপেক্ষা করে তাঁরই নেতৃত্বে চট্টগ্রাম কলেজ এলাকায় নির্মিত হয়েছিল প্রথম শহীদ মিনার। পরে সেই অনুকরণে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও শহীদ মিনার নির্মাণ এবং বড় পরিসরে একুশে ফেব্রুয়ারি পালন শুরু হয়।
কাজী জাফরুল ইসলাম ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি এবং বাষট্টির শিক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক। ১৯৬৬ সালে দৈনিক আজাদীতে যোগদানের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। মাঝে কয়েকটি বছর দৈনিক সংবাদে কাটলেও ফিরে এসে অবসরের আগ পর্যন্ত দৈনিক আজাদীতেই ছিলেন। তিনি সংবাদপত্র ও সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর গবেষণাকর্ম ব্যাপক।
রচিত গ্রন্থসমূহের মধ্য জনসংযোগ ও সাংবাদিকতা, সাংবাদিকতা একটি বিজ্ঞান, ব্রিটিশ যুগে বাংলাদেশের সংবাদপত্র ও সাময়িকী, বাংলাদেশের সংবাদপত্র ও ট্রেড ইউনিয়ন আন্দোলন, সংবাদপত্র ও সাংবাদিক, চট্টগ্রামের সংবাদপত্রের ১২০ বছর, কার্ল মার্কসের দেশে, মধ্যযুগের মুসলিম শাসকেরাই বাংলা সাহিত্যর স্থপতি অন্যতম।











