বাদলের রাজনৈতিক দর্শন ছিল গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা

৭১তম জন্ম বার্ষিকীতে সেলিনা খান

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

জাসদ কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য প্রয়াত মঈন উদ্দিন খান বাদলের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে খতমে কোরান, মিলাদ মাহফিল, কবর জেয়ারত ও স্মরণ সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে কয়জন প্রবীণ রাজনীতিবিদ জাতীয় অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কাজ করেছেন তার মধ্যে মঈন উদ্দীন খান বাদল ছিলেন অন্যতম। তিনি শুধু একজন স্বাধীনচেতা রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন বড় মাপের দার্শনিকও।

তাঁর রাজনৈতিক পুরো চিন্তা চেতনার দিকদর্শন ছিল গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা। গত বৃহস্পতিবার বোয়ালখালী তাঁর গ্রামের বাড়িতে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা নঈমুল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাদল পত্নী সেলিনা খান বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম সেলিম।

বক্তব্য রাখেন ফরিদ আহমদ রেজভী, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন, এস এম জসিম, মো. ইউনুচ, মো. সেলিম উদ্দিন, ইউছুফ মাস্টার প্রমুখ। দোয়া মাহফিল ও স্মরণ সভায় এলাকার জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবদুর রহিম আল কাদেরী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কৃষকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধইউসিটিসির উপাচার্যের শান্তি পুরস্কার লাভ