রক্তিম ফাগুন

তাহেরা বেগম | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

ফাগুনে সেজেছে

পারিজাত, রুদ্রপলাশ আর স্বর্ণ অশকের বন,

ফাগুনে সেজেছে

নব কিশলয় আর প্রেমিকের মন।

ফাগুনের স্পর্শে

জেগে উঠেছে কুঞ্জবিথিকা আর মাধবীর দল

চারদিকে যেনো স্নিগ্ধ শান্ত সমীরণ।

বনভূমির রিক্ত শাখা

ভরেছে নতুন পাতায়

রক্তিম আঁচল জড়িয়েছে কনকচাঁপার গন্ধমদিরতায়।

আমের শাখে শাখে

এসেছে নব মঞ্জুরি

দিকে দিকে অলিকুল উঠেছে গুঞ্জরি।

বন বনান্তরে

ভেসে আসে কোকিলের কুহুতান

রাজপথে চলে সঙ্গীতের কলোতান।

দখিনা বাতাসে দুরন্ত হয় চির শ্যামল প্রকৃতি

অপরূপ ফুল সম্ভারে উড়ে উড়ে যায় ব্যাকুল মৌমাছি।

পূর্ববর্তী নিবন্ধআমাদের প্রিয় বাংলা ভাষা
পরবর্তী নিবন্ধএকুশের মাসে