চন্দ্রিমা আবাসিক থেকে দুই কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

জমি সরকারি, কিন্তু ভাড়া দিয়ে হাজার হাজার টাকা আয় করতেন জালাল নামের এক ব্যবসায়ী। সরকারি জায়গায় টিন শেড ঘর নির্মাণ করে চারটি পরিবারের নিকট ভাড়া দিয়ে নিয়মিত একটি আয় রোজগারের ব্যবস্থা করেছিলেন তিনি। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বেলা একটা পর্যন্ত তিনঘণ্টারও বেশি সময়ব্যাপী পরিচালিত অভিযানে সেমিপাকা ঘরগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। উদ্ধার করা হয় প্রায় দুই কোটি টাকার দামের সরকারি ভূমি। সূত্র জানায়, নগরের চান্দগাঁও থানাধীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চন্দ্রিমা আবাসিক এলাকার একটি রাস্তার জায়গা দখল করে জালাল আহমেদ নামের একজন ঠিকাদার সেমিপাকা বসতঘর নির্মাণ করেন। রাস্তার ৬ শতক জায়গার উপর নির্মিত সেমিপাকা ঘরগুলো তিনি চারটি পরিবারের নিকট ভাড়া দিয়ে প্রতিমাসে হাজার হাজার টাকা আয় করতেন। সরকারি জায়গা ছেড়ে দেয়ার জন্য তাকে দফায় দফায় নোটিশ দেয়া হলেও তিনি পাত্তা দেননি।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদ রানা দৈনিক আজাদীকে বলেন, জালাল নামের একজন কন্ট্রাক্টর সরকারি জায়গাটিতে টিন শেডের ঘর নির্মাণ করে ৪টি পরিবারের নিকট ভাড়া দিয়ে ভাড়া আদায় করছিলেন। তাকে বারবার নোটিশ দেওয়া হলেও কোন সাড়া দেননি। আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে আমরা জায়গাটি উদ্ধার করেছি। জালাল আহমেদকে পাওয়া যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআরও নেমেছে পুঁজিবাজার মিলছে না ক্রেতা
পরবর্তী নিবন্ধইসিতে পাঠানো হয়েছে ভোটকেন্দ্র ও ভোটারের চূড়ান্ত তালিকা