প্রায় ১০ বছর আগে চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জনের মৃত্যুর ঘটনার মামলায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত না হওয়ায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ আদেশ দেন বলেন পিপি অনুপম চক্রবর্তী জানান। তারা হলেন– ওই সময়ের চান্দগাঁও থানার এসআই আরিফুল রহমান ও আব্দুল হালিম। নিহতদের সুরতহাল করেছিলেন পুলিশের এই দু্ই সদস্য। পিপি বলেন, ‘বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ছিল। কিন্তু সাক্ষীরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’ খবর বিডিনিউজের।
গত আট বছর ধরে এই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে; মোট ২৮ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে। এতে ১৩ জন নিহত হন। পরে ২৬ নভেম্বর নগরীর চান্দগাঁও থানার ওই সময়ের এসআই আবুল কালাম আজাদ ২৫ জনকে আসামি করে মামলা করেন।