হাটহাজারীর পুন্ডরীক ধামের আরএস রেকর্ডীয় মালিকানার একটি চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (মহানগর) আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সেবায়েত চৈতন্য কালচারাল সোসাইটির পক্ষে পুন্ডরীক ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর। বাদীর আইনজীবী শুভাশীষ শর্মা আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
বলেন, চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল আসামিরা। এ জন্য আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি হাটহাজারীর এসিল্যান্ডকে তদন্তের জন্য দিয়েছেন। আগামী ২০ মার্চ পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই সময়ের মধ্যে যাতে স্থিতিশীলতা বজায় রাখতে হাটাহাজারী থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।