১ম বিভাগ ক্রিকেট লিগে শতদলের জয়

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে শতদল ক্লাব। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে গতকাল বুধবার অনুষ্ঠিত খেলায় শতদল ক্লাব ৪ উইকেটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রীনকে পরাজিত করে। টসে জিতে শতদল প্রথমে ফিল্ডিং করতে নামে। আর প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীন ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৪ রান।

দলের পক্ষে কৈলাশ নাথ ৪৩,আবু নাসের ফয়সাল ৩৫,সাইয়েদ হোসেন জয় ৩০,আশরাফুল ইসলাম ১৮ এবং নাদিমুল কবির ১৫ রান করেন। শতদলের আসিফ মিয়া, মেরাজুল ইসলাম এবং নওশাদ ইকবাল প্রত্যেকে ২টি করে উইকেট নেন। জবাবে শতদল ক্লাব ৩৭.৪ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে নেয়। নওশাদ ইকবাল ৪২ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফজলে রাব্বি ৩৯, ফজলে দাইয়ান ২৬,মহিউদ্দিন আকাশ ২৫, উসমান গনি ২৫ রান করেন। অতিরিক্ত রান হয় ১৮। সিটি কর্পোরেশন গ্রীনের ইরফাত উজ জামান ৩টি এবং সাফায়েত রিয়াদ ২টি উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ১০ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধমোহামেডান ব্লুজের সভাপতি নির্বাচিত আবদুল বারেক