রাউজানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:১০ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিশেষ ভূমিকা রাখে। তাদের উদ্ভাবনী শক্তিকে শাণিত করে এগিয়ে দিতে

 

আমাদেরকে সহায়তা দিতে হবে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল সাজিয়ে তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। প্রধান অতিথি মেলা উদ্বোধন করেন এবং প্রতিটি স্টল ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল

হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, এসি ল্যাণ্ড রিদোয়ানুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ

গুপ্ত, কামরুল হাসান বাহদুর, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, নুরুল আবসার বাশি,নিজাম উদ্দিন আহমেদ, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, সুমন দেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে কনকর্ড গ্রুপের নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধঅরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে যুবলীগ রাজপথে থেকে মোকাবেলা করবে