ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামার মাথা ফাটাল বখাটেরা

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মামার মাথা ফাটিয়ে দিয়েছে বখাটেরা। আহত রিয়াদ হোসেন ফাহিম (১৬) কেরানীহাট আশশেফা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। গতকাল সোমবার দুপুরে উপজেলার কেরানীহাট মোড়ে এ ঘটনা ঘটে। আহত ফাহিম বলেন, আমি এবং আমার ভাগ্নি

 

একসাথে পড়ি। সম্প্রতি আরিফ ও তুহিন নামের দুইটি ছেলে আমার ভাগ্নিকে একাধিকবার ইভটিজিং করে। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি তারা আমার সামনেও ভাগ্নিকে নানাভাবে উত্ত্যক্ত করে। বিষয়টি আমি স্কুলের অধ্যক্ষকে জানাই। পরে তিনি ওই ছেলেদের অভিভাবককে জানিয়েছেন বলে শুনেছি। এদিকে, সোমবার

দুপুরে আমি স্কুলের মডেল টেস্ট পরীক্ষা শেষে কেরানীহাট মোড় থেকে গাড়িতে উঠছিলাম। এ সময় আরিফ, তুহিনসহ ১০১২ জনের দল আমাকে আটক করে রাস্তার উপর এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। এক পর্যায়ে তারা আমার মাথা ফাটিয়ে দেয়।

আহত স্কুল ছাত্রের বাবা মো. ইয়াছিন আরফাত জানান, কয়েকজন বখাটে ছেলে গত এক মাস ধরে আমার নাতনিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। এমনকি রাস্তায় আটকিয়ে ফুল পর্যন্ত দিতে চেয়েছে। সর্বশেষ গত কয়েকদিন আগে আমার ছেলের সামনে তাকে উত্ত্যক্ত করে। তখন আমার ছেলে রিয়াদ হোসেন

ফাহিম প্রতিবাদ করে এবং বিষয়টি তাদের স্কুলের অধ্যক্ষকে জানায়। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে আমার ছেলেকে মারধর করে মাথা ফটিয়ে দেয়। এভাবে চলতে থাকলে ছেলে মেয়েদের স্কুলে পাঠানো যাবে না।

আশশেফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল মোহাম্মদ রাশেদ জানান, আমাদের স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে কয়েকজন বখাটে ছেলে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। কয়েকদিন আগেও উত্ত্যক্ত করায় ওই ছাত্রীর মামা ফাহিম বিষয়টি আমাকে জানায়। তখন বিষয়টি নিয়ে আমি উত্ত্যক্তকারী

এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। আগামীতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছি। কিন্তু গতকাল দুপুরে আমাদের ছাত্র এবং ওই ছাত্রীর মামাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কেরানীহাট মোড়ে আটক করে মারধর করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আশশেফা হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে চিকিৎসা করান।

পূর্ববর্তী নিবন্ধকল্পলোক আবাসিক এলাকায় সিডিএর উচ্ছেদ অভিযান
পরবর্তী নিবন্ধতিন সার্ভেয়ার কারাগারে