সিএসইতে লেনদেন ৬.৪৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার লেনদেন ৬.৪৯ কোটি টাকা। মোট ১,৫৫২ টি লেনদেনের মাধ্যমে মোট ১২.০৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৪.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩৮৩.৬৩ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে

,৩২৫.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬১.৪০ পয়েন্টে।সিএসইএসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক পয়েন্ট ১৬.০৩ কমে দাঁড়িয়েছে ১,৭৫২.৪৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০,৭৩৮.৩০ কোটি টাকা

এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,০৮৪.৭০ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২ টির, কমেছে ৬২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২ টির।

পূর্ববর্তী নিবন্ধচেসা ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল জাপান সাগরে!