রাঙ্গুনিয়ার সরফভাটায় মরহুম আবুল কাশেম মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার বিকেলে ক্ষেত্রবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চাঁদতারা ফুটবল একাদশ প্রতিপক্ষ সরফভাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় পরে
টাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। আর তাতে জয়লাভ করে চাঁদতারা ফুটবল একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুবুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এর আগে খেলা উদ্বোধন করেন ছিলেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ
ফরিদ। মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম মেম্বার, জালাল আহমেদ, জমির উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী ও প্রাক্তন ফুটবলার শাহিন শাহ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী আবদুল মোনাফ। এছাড়াও উপস্থিত ছিলেন
মোজাম্মেল রানা, মো. আরমান, মো. মোস্তফা, আরমান চৌধুরী প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।