কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে বাংলাদেশ রেলওয়ে এস এ জয় পেয়েছে। গতকাল রোববার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে রেলওয়ে ৪ উইকেটে নিমতলা লায়ন্স ক্লাবকে পরাজিত করে। টসে জিতে রেলওয়ে প্রথমে ফিল্ডিং করতে নামে। নিমতলা লায়ন্স ক্লাব প্রথমে ব্যাট করতে
যায়। কিন্তু ২৫.৩ ওভার খেলে মাত্র ৬০ রানে অল আউট হয়ে যায় নিমতলা লায়ন্স ক্লাব। দলের হয়ে ওপেনার মিনহাজুল আবেদিন আসিফ ২৭, অধিনায়ক মো. ইউনুস ১১ এবং শহীদুল ইসলাম সাদ্দাম ১০ ছাড়া আর কেউ দ্বি–অংকের ঘরে যেতে পারেননি। দলের পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হন। বাংলাদেশ
রেলওয়ের মোজাহিদুল হক ১০ রানে ৪টি এবং ফাহিম ইবনে আশরাফ ১৩ রানে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন হিমেল আল মাহমুদ এবং তানভীর হাসান। জবাব দিতে নেমে রেলওয়ে ২৩.২ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে। তারা ৬৪ রান তুলে নেয়। দলের পক্ষে আল জাবের খান
২৯ এবং মাহবুবুল আলম অপরাজিত ২০ রান করেন। নিমতলা লায়ন্স ক্লাবের মো. ইউনুস ২০ রানে ৪টি এবং ফয়সাল কবির ২৯ রানে ২টি উইকেট দখল করেন। প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজকের খেলায় অংশ নেবে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব এবং শতদল ক্লাব জুনিয়র।