চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ইয়ার বুক প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠান গতকাল রোববার হাসপাতালের নার্সিং গ্যালারিতে অনুষ্ঠিত হয়। শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী
কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান। বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ, প্রিন্সিপাল প্রফেসর ডা. এ এস এম মোস্তাক আহমেদ, ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. অসীম কুমার
বড়ুয়া, প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, অধ্যাপক ও ইয়ার বুক সম্পাদক প্রফেসর ডা. দিদারুল আলম, অধ্যাপক ডা. সানজানা ইসলাম। প্রধান অতিথি বলেন, মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগ হলো বাংলাদেশে সকল হাসপাতালের
মধ্যে অন্যতম একটি সেরা বিশেষায়িত বিভাগ। শিশু স্বাস্থ্য বিভাগের অধীনে ৯টি বিশেষায়িত বিভাগ এখানে পরিচালিত হচ্ছে। শিশু স্বাস্থ্য বিভাগের এই প্রকাশনা নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে ডিপার্টমেন্টের সার্বিক কার্যক্রমের একটি চিত্র ফুটে উঠে। তিনি প্রকাশনার সাথে জড়িত সকলকে
আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ২ বছর অন্তর অন্তর ইয়ার বুক প্রকাশনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন। প্রধান অতিথি বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা। প্রেস বিজ্ঞপ্তি।