বাংলাদেশ অর্থনীতি সমিতি–চট্টগ্রাম চ্যাপ্টারের পঞ্চম দ্বি–বার্ষিক সম্মেলন–২০২৩ “Bangladesh Economy in Transtion: Achivements & Challenges” বিষয়ক সেমিনার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে গত শনিবার অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি উক্ত অনুষ্ঠানে চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্তের সভাপতিত্ব করেন। এতে উদ্বোধক এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সমপাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সদ্য অতীত সাধারণ সমপাদক ও বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সমপাদক এটিএম কামরুদ্দিন চৌধুরী। সভায় বক্তারা বলেন, ভিআইপি–ভিভিআইপিরা ব্যাগ ভরে কোটি কোটি ডলার পাচার করছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি।
উক্ত সেমিনারে বিভিন্ন তথ্য উপাত্তের আলোকে বক্তব্য রাখেন ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, চবি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল হোছাইন, ভুইয়া ইউইনাটেড ন্যাশন্স উইনিভার্সিটি অফ জাপানের অধ্যাপক ড. ইমাম উদ্দিন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক ড. আ ন ম মঈনুল ইসলাম, অধ্যাপক ড. তারিকুল হাসান চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ইন্সট্রাক্টর ফারহানা রুবাইয়াত, এক্সিম ব্যাংকের অতিরিক্ত উপ–ব্যবসহাপনা পরিচালক ড. এস এম আবু জাকের।
উল্লেখ্য, বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাতকে জাপানের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ডরে উইথ নেক রিবন’ ও আন্তর্জাতিক অর্থনীতি সমিতির (আইইএ) ফেলো অ্যাওয়ার্ড–২০২২ এর জন্য মনোনীত হওয়ায় চ্যাপ্টারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে বাংলাদেশ অর্থনীতির সমিতির কার্যনির্বাহক কমিটির সদস্যসহ ২ শতাধিক জীবন সদস্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কলেজ–বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক, সরকারি–বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বর্তন কর্মকর্তা, নারী উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। শেষে বার্ষিক সাধারণ সভায় অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্তকে সভাপতি এবং এটিএম কামরুদ্দিন চৌধুরীকে সাধারণ সমপাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।