রাজধানীর গুলশানে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত রাত ১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত একজনের মৃত্যুর খবর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা একটি শিশুসহ মোট ২২ জনকে জীবিত উদ্ধার
করার কথা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সাথে যোগ দেয় বিমান বাহিনীর দুটি ইউনিট। খবর বিডিনিউজের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ঘটনাস্থলে এসে রাত ১১টার দিকে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কিনা, সেটি জানার চেষ্টা চলছে, ভেতরে তল্লাশি করা হচ্ছে।’ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি
অফিসার খালেদা ইয়াসমীন জানান, রোববার সন্ধ্যা ৭টায় গুলশান–২এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১৩ তলা ওই ভবনে আগুন লাগার খবর পান তারা। মানারাত স্কুলের পাশে ওই ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা। আমাদের ১৯টি ইউনিটের ১১৪ জন
কর্মী সেখানে কাজ করেন। আবাসিক ওই ভবনের নিচ তলা বাদে উপরের ১২ তলায় ছয়টি ডুপ্লেক্স ফ্ল্যাটে কয়েকটি পরিবারের বসবাস। আগুন ছড়িয়ে পড়লে ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েন। আগুন থেকে বাঁচতে ব্যালকনি থেকে কয়েকজনকে লাফিয়ে নিচে নামতে দেখা যায়।