আঞ্জুমানে আশেকানে মদিনার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল গত ১৭ ফেব্রুয়ারি ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ গ্রামে আমান শাহ বাড়ির বাগদাদিয়া খানকা শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে ত্বরিক্বত শাহ মোহাম্মদ আবদুল হালিম আল–মাদানী। প্রধান অতিথি ছিলেন রৌফাবাদ রশিদিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ শফিউল হক আশরাফী। প্রধান আলোচক ছিলেন ঢাকার নারিন্দা দারুল উলুম আহছানিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি নেয়ামত উল্লাহ আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন মুফতি নিয়াজ মাখদুম ফারুকী। প্রেস বিজ্ঞপ্তি।










