ঝাউতলাস্থ ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার ৪৯তম বাষিক ওয়াজ মাহফিল খতমে বুখারী ও দস্তারবন্দী সম্মেলন অত্র মাদরাসার ময়দানে শায়খুল হাদীস আল্লামা আলী উসমানের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হবে।
এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াতে উপস্থিত থাকার জন্য হাফেজ এমদাদউল্লাহ সোহেল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












