নগরীর আউটার স্টেডিয়াম পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আউটার স্টেডিয়ামের মাঠটি ক্রীড়ামোদিদের কাছে একটি আবেগের নাম। সাবেক জাতীয় ক্রিকেটার
নান্নু, আকরাম খান, নাফিস ইকবাল, আফতাব, নাজিম উদ্দিন, তামিম ইকবালের মতো খেলোয়াড়েরা এখানে খেলা করেই উঠে এসেছে। জাতীয় ফুটবলার আশীষ ভদ্রও একসময় এ মাঠে নিয়মিত খেলতেন। আউটার স্টেডিয়ামের উপর প্রথম তিরটি বিদ্ধ হয় পিডিপির পাওয়ার স্টেশন নির্মাণের মধ্য দিয়ে। এরপর
এম এ আজিজ স্টেডিয়ামের ফ্লাডলাইট স্থাপনের সময় মূলত মাঠটি সংকুচিত হয়ে যায়। তবে মাঠটির বড় ক্ষতির সূচনা হয় সিজেকেএসের হাত ধরেই। স্টেডিয়ামের পূর্বপাশে মার্কেট নির্মাণ করতে গিয়ে আরো একটি অংশ চলে যায়। আউটার স্টেডিয়ামের প্রায় এক–তৃতীয়াংশ জায়গা ঘিরে নির্মাণ করা হয়েছে
সুইমিং কমপ্লেঙ। মাঠটির অবশিষ্ট অংশটি প্রায় সারাবছর নানাবিধ মেলার জন্য বুকিং করা থাকে। অন্যদিকটি ব্যবহৃত হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রাক রাখার কাজে। আর সামনের দিকে রয়েছে বিশাল নোংরা আবর্জনার ভাগাড়। এছাড়া আউটার স্টেডিয়ামের চতুর্দিকে রয়েছে হরেক রকমের বাণিজ্যিক পসরা। আউটার
স্টেডিয়াম সংলগ্ন ক্রিকেট নেট প্র্যাকটিস গ্রাউন্ডটিও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট ভাড়ায় লাগিয়ত করা হয়েছে। অথচ এ আউটার স্টেডিয়ামকে ঘিরে একটি সুন্দর মনোরম স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা যেত।











