জেলেনস্কি বললেন ‘আপসের কিছু নেই ’

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৪১ পূর্বাহ্ণ

রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি হলে এর আওতায় ইউক্রেন নিজের কোনো অঞ্চল ছেড়ে দেবে না। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমনটি জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বর্ষপূর্তি উপলক্ষে বিবিসিকে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ভূমি দিয়ে দেওয়ার অর্থ রাশিয়া পুনরায় ফিরে আসতে পারে। খবর বাংলানিউজের।

জেলেনস্কি বলেন, পূর্বাভাস অনুযায়ী বসন্তকালীন হামলা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দিক থেকে রাশিয়ার আক্রমণ চলছে। তার বিশ্বাস, ইউক্রেনের সৈন্যরা যতদিন পাল্টা প্রতিরোধ চালিয়ে যেতে পারবে, ততদিন রাশিয়ার অগ্রযাত্রা বা সম্মুখ যাত্রা ঠেকিয়ে রাখা যাবে। তিনি আরও সামরিক সহায়তা দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন। জেলেনস্কি বলেন, আধুনিক অস্ত্রশস্ত্র শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করে। অস্ত্রই একমাত্র ভাষা, যা রাশিয়া বুঝতে পারে।

আন্তর্জাতিক সমর্থন বাড়াতে গেল সপ্তাহে জেলেনস্কি যুক্তরাজ্য ও ইইউ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দেশকে রক্ষার জন্য আধুনিক অস্ত্রশস্ত্র চান। যখন তিনি আধুনিক যুদ্ধবিমান চান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তখন বলেন, এমন কিছু সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধকোভিড-১৯ এর বিরুদ্ধে ‘বড় বিজয়ের’ ঘোষণা চীনের
পরবর্তী নিবন্ধকিমের মেয়ের নামে নাম রাখা নিষেধ