লিটনকে অভিনন্দন জানালো কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩৫ পূর্বাহ্ণ

এবারের বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স । আর দলটির শিরোপা জেতার পথে সবচাইতে বড় ভুমিকা রাখা লিটন দাস ফাইনালেও করেছেন হাফ সেঞ্চুরি । শুধু তাই নয় এবারের বিপিএলের সেরা পাঁচ ব্যাটারের একজন লিটন। ১৩ ম্যাচে ৩৭৯ রান করে রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। সবমিলিয়ে

দারুণ একটি বিপিএল কাটলো ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটারের। এদিকে আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ষোল তম আসর। এবার সেখানে দল পেয়েছেন লিটন। প্রথমবারের মতো তাকে কিনে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। বিপিএলের পারফরম্যান্সের কারণে

লিটনকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কলকাতা। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতায় তাকে অভিনন্দনও জানিয়েছে শাহরুখ খানের দল। কলকাতা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ট্রফি হাতে সস্ত্রীক লিটনের ছবি দিয়ে লিখেছে, অভিনন্দন লিটন। সি ইউ সুন (শিগগিরই দেখা হচ্ছে)। এদিকে বাংলাদেশের

লিটন ভক্তরা আশায় বুক বেঁধে আছে আইপিএলেও চওড়া থাকবে লিটনের ব্যাট। প্রথমবারের মত আইপিএলের মঞ্চে জায়গা পাওয়া লিটন বিপিএলের ধারাবাহিকতা বজায় রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেট লিগে শতাব্দী গোষ্ঠী জয়ী
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে জয়ে ফিরল পাইরেটস অব চিটাগাং