মানবিক মূল্যবোধ ও প্রকৃতি প্রেম

রাজিউর রহমান বিতান | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

মাঝে মাঝে মনে হয় মানুষের চেয়ে প্রকৃতি বেশি রূপসী, অনিন্দ্য সুন্দর, স্নিগ্ধ ও পরম বন্ধু। কপটতা করে না, হীনম্মন্যতায় ভোগে না। মানুষে মানুষে স্নেহ, যত্ন, আন্তরিকতা, সহমর্মিতা, বন্ধুত্ব, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এসব বিনিময় দাবী করে। একতরফা হলে স্থায়ীত্ব পায় না, মজবুত ভিত্তিও পায় না। এসব আমরা খুব ভালো করেই জানি কিন্তু অনেকেই মানি না। শুধু নিজেরটাই বুঝি, অন্যকে বুঝাই, উদ্দীপনাপূর্ণ কথা শোনাই প্রতিনিয়ত আমজনতার উদ্দেশ্যে!

কিন্তু নিজের বেলায় বিপরীত ফতোয়ায় অভ্যস্ত। স্বার্থপরের মত শুধু নিজের জন্য ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা, যত্ন, আপন মানুষ এবং তার ভালোবাসা চাই। কিন্তু বিনিময়ে তেমনটাই দিচ্ছি কি যেমনটা আশা করছি অন্যের কাছ থেকে?

এর কোনো প্রত্যুত্তর আমরা পাই না! শুধু একলা প্রত্যাশা একলা হতাশার বুলি আওড়াই! কার্যকর সমাধান চাই না তাই পাই না! যার কাছ থেকে গুরুত্ব বা অগ্রাধিকার আশা করি তার খোঁজ কি রাখি কখনো, তার কুশল কি জিজ্ঞেস করি কখনো? আপনার প্রশ্নেই আপনার সকল প্রত্যুত্তর নিহিত। আপনার জ্ঞান, আপনার সুশিক্ষা, আপনার মানবিক মূল্যবোধ আপনাকে যে সামাজিকতা, সৌজন্যবোধের লালন ও চর্চা করতে শিখিয়েছে সেটার সুন্দর প্রয়োগ করতে শিখুন।

প্রকৃতির নিয়ম মোতাবেক ‘তুমি যা দিবে তাই ফিরে পাবে, সেটা হোক ভালোবাসা কিংবা ঘৃণা’ এটাই প্রাকৃতিক ফর্মুলা বা রীতি। মানুষের বেলায় যা প্রকৃতির সান্নিধ্যে তেমনটা হয় না। নিসর্গপ্রেমে মজলে আর যাই হোক অন্তত মানুষের মত কষ্ট দেয় না। প্রতারণা করে না, বন্ধু হয়েই পাশে থাকে সবসময়। তাই সব ছেড়ে মনে হয় নৈসর্গিক সৌন্দর্যের মাঝে ডুবে যাই। প্রকৃতি তার প্রেমিকের শ্রেষ্ঠ ও পরীক্ষিত এক বিশ্বস্ত বন্ধু নিঃসন্দেহে।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হোক
পরবর্তী নিবন্ধদিবাকরের স্পর্শে