কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে সমীর ধর নামে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম ধরপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ধর পাড়া এলাকার মৃত কালী শংকর ধরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত বাবুল ধর ও তার ছেলে লিটন ধরকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।