কোতোয়ালী থানার এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সদস্য আব্দুর রহমান দোভাষ, আব্দুল হালিম দোভাষ,আব্দুল হালিম, হাফিজ উদ্দিন আনসারী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অঞ্চল কুমার চৌধুরী, অধ্যক্ষ রেজাউল করিম।