চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতদের দায়িত্বভার গ্রহণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৩ দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সমিতির অডিটরিয়ামে এ সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম এতে সভাপতিত্ব করেন।

সঞ্চালনায় ছিলেন বিদায়ী পরিষদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান (রিটু)। বক্তব্য রাখেন বিদায়ী পরিষদের সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশিদ (মিন্টু) এবং নবনির্বাচিত সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এএসএম বদরুল আনোয়ার।

এছাড়া নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহসভাপতি আবদুল হক, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোছাইন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বেলাল, ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ জাহেদ হোসেন, জামশেদ আলম, মো. ইকবাল হোসাইন, মো. সাদ্দাম হোসেন, মনজুর আলম, সাজেদা বেগম (সাজু), ইসরাত জাহান মুকুল, মিনহাজ উদ্দিন, রানা মিত্র, আবিদা সুলতানা (শারমিন), ফারজানা হাকিম চৌধুরীসহ বিদায়ী পরিষদের নেতৃবৃন্দ এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণকালে নবনির্বাচিত সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশিদ (মিন্টু) দলমত নির্বিশেষে প্রায় ছয় হাজার আইনজীবীর মান, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের জন্য সকল প্রকার দায়িত্ব পালনে তারা সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেন। পাশাপাশি এ ব্যাপারে সকল আইনজীবীদের সার্বিক সহযোগিতা কামনা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল আইনজীবীর প্রতি আহ্বান জানান সমিতির নবিনির্বাচিত প্রধান এই দুই নেতা।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসি চেয়ারম্যান ড. সেলিম উদ্দিনের পুনঃনিয়োগ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে তিন আউলিয়ার বার্ষিক ওরশ আজ