সীতাকুণ্ড চন্দ্রনাথধামে শিব চতুর্দশী মেলা শুরু কাল

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মেলা আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। এ বছর শিব চতুর্দশী তিথি আগামীকাল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয়ে রোববার বিকাল ৪টা ৮ মিনিট পর্যন্ত থাকবে। এরপর অমাবস্যা শুরু হবে। ইতোমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা কমিটি ও প্রশাসন।

প্রতিবছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথধামে তীর্থযাত্রীদের তিনদিনের এ মেলা বসে। এবারের মেলায় প্রায় ১০ লাখ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকরা। এজন্য এবার সুযোগসুবিধা ও নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তবে এবারও থাকছে না বৈদিক সম্মেলনসহ পূর্বনির্ধারিত কোনো আয়োজন। দেশের বিভিন্নস্থান থেকে তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন।

মেলা এবং তীর্থযাত্রীদের সার্বিক নিরাপত্তা দানের জন্য ইতোমধ্যে সীতাকুণ্ডের প্রশাসন, মেলা কমিটি এবং স্রাইন কমিটি ৫ স্থর বিশিষ্ট নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, র‌্যাব, ফায়ার ডিফেন্স, আনসার বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক মেলা কমিটি ও স্রাইন কমিটির সেচ্ছাসেবক ও সদস্যরা তৎপর থাকবে। এছাড়া বিভিন্ন সংগঠনের তরফে সেবামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার সৈকত দেবনাথ বলেন, গত বুধবার থেকে সীতাকুণ্ডে থামছে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা ও সাগরিকা এক্সপ্রেস। এছাড়া সীতাকুণ্ড থেকে ছেড়ে যাচ্ছে সাগরিকা কমিউটার, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস ও ঢাকা মেইল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, এবার তিনদিনের মেডিকেল ক্যাম্প প্রতিবারের মতো থাকবে। এবার অন্যান্য ওষুধের পাশাপাশি নতুনভাবে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, প্রতিবছরের মতো এবারও মেলায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ইতোমধ্যে তাদের নিরাপত্তাজনিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু মন্দির সড়ক উন্নয়ন কাজ চলছে। পুরোপুরি শেষ হয়নি। ফলে এবার তীর্থযাত্রীদের বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্রপথিক মুক্ত স্কাউট গ্রুপের সভা
পরবর্তী নিবন্ধখুলশী ক্লাবের বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন সম্পন্ন