টেকনাফে ২২ মামলার আসামী শাহ আলম গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৫১ অপরাহ্ণ

টেকনাফের দুর্ধর্ষ ডাকাত সর্দার শাহ আলমকে (৩৫) কক্সবাজারের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সদস্যরা। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজীপাড়া (মাদ্রাসাপাড়া) এলাকার মৃত আব্দুল মজিদ ওরফে ভোলাইয়া বৈদ্যের ছেলে।

একাধিক খুন, ডাকাতি, ডাকাতিচেষ্টা, মাদক, অস্ত্র মামলাসহ ২২টি মামলার এজাহারনামীয় আসামি শাহ আলম।

র‌্যাব-১৫, কক্সবাজার অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে।

স্থানীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গীখালী মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল মজিদ ওরফে ভোলাইয়া বৈদ্যের ছেলে মো. শাহ আলম সন্ত্রাসী শাহ আলম ডাকাত গ্রুপের মূলহোতা। সে ২০১২ সাল হতে টেকনাফ থানা এলাকায় একটি সংক্রিয় ডাকাত গ্রুপ প্রতিষ্ঠা করে সেই গ্রুপের দলনেতা হিসেবে কক্সবাজার জেলার টেকনাফ থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে আসছে।

বিষয়টি র‌্যাব-১৫,কক্সবাজার অবগত হওয়ার সাথে সাথে তাকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন কৌশল অবলম্বন শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুর দেড়টার সময় র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত সর্দার শাহ আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ, তার বিরুদ্ধে ৪টি হত্যা, ২টি অপহরণসহ হত্যা, ৫টি অস্ত্র, ১টি ডাকাতি প্রস্তুতি, ৪টি মাদক, ৩টি সরকারি কাজে বাধা প্রদান ও গুরুতর আঘাত, ২টি মারামারি ও ১টি নারী ও শিশু নির্যাতনসহ সর্বমোট ২২টি মামলা রয়েছে এবং এসব মামলার মধ্যে ৮টি মামলায় সে পরোয়ানাভুক্ত আসামী।

পূর্ববর্তী নিবন্ধরাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে আহত করে দিল বাসটি
পরবর্তী নিবন্ধফটিকছড়ির এমপির দুই পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা