সাবেক ছাত্রনেতা জামাল পাশা শওকতের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

| বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রয়াত তথ্য ও গবেষণা সম্পাদক জামাল পাশা শওকতের পরিবারকে ২৫ লক্ষ টাকার অনুদান পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, জামাল পাশা শওকত গত ৩১ মার্চ ব্রেইন টিউমার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সঞ্চয়পত্রটি তাঁর পরিবারের হাতে তুলে দেন, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি মো. সোলাইমান, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, ওমর ফারুক চৌধুরী জীবন, চবি কলেজের প্রভাষক মুরাদ হোসেন চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন তালুকদার, উত্তর জেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসিফ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক করেছে সরকার
পরবর্তী নিবন্ধচবিতে প্রথমবারের মতো গবেষণা উৎসব