চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন ১২.৬১ কোটি টাকা। ২,৩২২ টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.৩৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৪৬২.১৪ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২৭.৬৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৬.৬৬ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিলো যা হলো ১,৮৪০.০১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫২,০৯৫.৬৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,০৮৪.৭০ কোটি টাকায়।
সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬ টির, কমেছে ৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।