সীতাকুণ্ডে পানিতে ডুবে তিন মৃত্যু

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৫৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজন মারা গেছে।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মুরাদপুর, পৌর সদরের ঈদিলপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিতে ডুবে মারা গেছে পৌর সদরের দক্ষিণ ঈদিলপুর এলাকার সজীব কুমার দাসের ছেলে ইশান কুমার দাস (২), সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার জাহিদ হোসেনের ছেলে আবরান (২)।

এছাড়া মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সোহেলও (৪৪) পানিতে ডুবে মারা গেছেন।

তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

দুপুরে বাড়ির উঠানে খেলার সময় পুকুরে পড়ে যায় ঈশান।

এরপর তাকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের লোকজন খুঁজতে থাকেন। এক পর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন।

এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সকালে বাড়ির উঠোনে খেলার সময় পুকুরে পড়ে যায় আবরান। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তার মরদেহ ভাসতে দেখেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যান শারীরিক প্রতিবন্ধী সোহেল। মরদেহ পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগ নেতার হাতে ফের লাঞ্ছিত শিক্ষক
পরবর্তী নিবন্ধনাচে গানে মুখর বোধনের বসন্ত উৎসব