শিল্পপতি একরামুল হকের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিল্পপতি একরামুল হক আর নেই। গত ৯ ফেব্রুয়ারি তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নাটোর সদরের থানা পাড়া এলাকার একরামুল হক দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস এবং ব্যবসা বাণিজ্য করছিলেন। তিনি দেশের প্রথম সারির একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তৈরি পোশাক খাতের দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফ্লোরেন্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন ১০ ফেব্রুয়ারি নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনুর মোহাম্মদ
পরবর্তী নিবন্ধবহিষ্কৃত সেই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র