জমির বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে ‘অপহরণের নাটক’ সাজানোর নেতৃত্ব দেওয়ার অভিযোগে খুলনার আলোচিত মরিয়ম মান্নানের বিরুদ্ধে আইনগত শাস্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পিবিআই।
পাশাপাশি সহযোগিতার অভিযোগে মা রহিমা বেগম ও ছোট বোন আদুরী বেগমের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১২টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য জানান। এর আগে সকালে খুলনার মহানগর হাকিম আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশের এই সংস্থা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিপক্ষকে ফাঁসাতে মা রহিমা বেগমকে আত্মগোপনে রেখে মরিয়ম মান্নান অপহরণের নাটক সাজিয়েছিলেন। খবর বিডিনিউজের।