বাংলা ভাষার বৈচিত্র্য সমুন্নত রেখে অন্য ভাষাকেও গুরুত্ব দেয়ার আহ্বান

চবিতে দু’দিনের আন্তর্জাতিক সেমিনার শুরু

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) উদ্যোগে ‘ লিংগুইস্টিক ডিভারসিটি এন্ড এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক দু’দিন ব্যাপি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজের লিংগুইস্টিক

এন্ড কগনিটিভ সায়েন্স এর প্রফেসর ড. ডেভিড এ পিটারসন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের সভাপতি ড. ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার আয়োজন কমিটির আহবায়ক উক্ত ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনজুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসিফ মাহমুদ হাসান ও মেহজাবিন ইমা। উপাচার্য বলেন, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এ ভাষার রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস। প্রতিবছর বিশ্বব্যাপি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের।

প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, বাংলাদেশে বাস করে বিভিন্ন জাতিগোষ্ঠী। এ সকল জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য। তারা আবহমানকাল থেকে দাপ্তরিক ভাষা বাংলার পাশাপাশি স্বাধীনভাবে তাদের নিজেদের ভাষা ও সংস্কৃতির চর্চা করে আসছে। এদেশের বিভিন্ন ভাষার বৈচিত্র্য সমুন্নত রেখে বাংলা ভাষার পাশাপাশি উচ্চ শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে অন্যান্য ভাষাকে গুরুত্ব দেয়ার জন্য উপাচার্য শিক্ষার্থীদের আহবান জানান। উপাচার্য সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজে শহীদ মিনার উদ্বোধন
পরবর্তী নিবন্ধটানা চতুর্থ জয় ব্রাদার্সের