বেপরোয়া হয়ে উঠা কিশোর গ্যাংয়ের সদস্য দমনে পটিয়ায় বিশেষ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নির্দেশে এ বিশেষ অভিযানে গতকাল সোমবার সকাল থেকে কাগজপত্রবিহীন ৩৫টি মোটরসাইকেল আটক করে পরবর্তীতে মামলা দেয়া হয়। পটিয়া থানার মোড়, পোস্ট অফিস মোড়সহ কয়েকটি পয়েন্টে এ অভিযান পরিচলানা করা হয়। অভিযানে ট্রাফিক পুলিশের সঙ্গে থানা পুলিশও ছিল। জানা গেছে, পটিয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের স্থানীয় সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র হাতে দল বেঁধে অলিতে গলিতে মোটরসাইকেল শোডাউন দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, বেপরোয়া কিশোর গ্যাং রুখতে আমরা ৩৫টি মোটরসাইকেল আটক করে মামলা দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে। যারা অলিতে গলিতে মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে যাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে তাদেরকেও নজরে আনা হচ্ছে।