সাউদার্ন ইউনিভার্সিটিতে মেকানিক্স অলিম্পিয়াড

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ক্লাবের উদ্যােেগ অনুষ্ঠিত হলো প্রথমবারের মতো মেকানিক্স অলিম্পিয়াড। নগরীর বায়েজিদ আরেফিন নগরের স্থায়ী ক্যাস্পাসে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে ২০০ জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। গত শনিবার অলিম্পিয়াড উদ্বোধন করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের প্রধান অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ।

পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আবুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মইনুল ইসলাম, প্রফেসর ড. হযরত আলী, সিপিডিএল ডিরেক্টর ইঞ্জিনিয়ার তাইবুল আলম, র‌্যাংকস এফসি’র সিইও তানভীর শাহরিয়ার রিমন প্রমুখ। উপস্থিত ছিলেন আহ্বায়ক ফাতেমাতুজ জাহারা সহ পুরকৌশল বিভাগের শিক্ষকবৃন্দ।

পরে অতিথিরা সর্বোচ্চ নম্বর পাওয়া প্রথম ১০জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং মেট্রোপলিটন শপ্‌ ওনার্স এসো’র যৌথ পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধসুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল সিঙ্গার ওয়াশিং মেশিন