নগরীতে ৬টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দম্পতিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দম্পতি হলেন– বন্দর থানার ওয়াসিল চৌধুরী পাড়ার দুলাল কান্তি শিকদারের ছেলে শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার।
গত রবিবার দিবাগত রাত দেড়টায় এসআই মৃণাল কান্তি মজুমদার, এএসআই ছাদেক হোসেন বন্দর থানাধীন কমিশনার গলিস্থ ওয়াসিল চৌধুরী পাড়া থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আন্না সিকদার ও শিবুপদ সিকদার ২০১৮ সাল থেকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়া ঋণের অর্থ পরিশোধ না করে আত্মগোপনে চলে যায়। ব্যাংক কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলার শুনানি শেষে ২০২২ সালে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। আসামিরা সাজার মেয়াদ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে ৬টি সিআর সাজা ও ২টি সিআর গ্রেপ্তারি পরোয়ানা মূলে আদালতে সোপর্দ করা হয়।