বাঁশখালীর প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি দ্রুতগামী এস আলম বাস (চট্টমেট্রো হ ১১~১৫৮১) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার সময় গাড়িতে থাকা যাত্রীরা ভয়ে দ্রুত নামতে গিয়ে আহত হলেও কেউ হাসপাতালে ভর্তি হয়নি বলে জানা যায়।
গাড়িতে থাকা যাত্রী আবুল কাশেম বলেন, “দ্রুতগতিতে চলার সময় অপরদিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।”
এদিকে, সাধারণ জনগণ বাঁশখালীর প্রধান সড়ক সরু হওয়ায় এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটছে বলে দাবি করেন এবং সড়কটি সম্প্রসারণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।