আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন সম্পন্ন

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচন২০২২ ৯ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এম. . রশীদ। এছাড়া ভাইসচেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) পদে প্রকৌশলী রাজীব বড়ুয়া, ভাইসচেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) পদে ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী এবং সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ৩০টি স্থানীয় কাউন্সিল সদস্য পদে ভোট প্রাপ্তির ক্রমানুসারে যারা নিবাচিত হয়েছেন তাঁরা হচ্ছেনপ্রকৌশলী মো. মাঈন উদ্দিন জুয়েল, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, আবুল ফজল মোহাম্মদ সাকিব আমান, রফিকুল ইসলাম মানিক, মো. ইফতেখার আহমেদ, সাঈদ ইকবাল পারভেজ, সাইফুদ্দিন মো. ফোরকান চৌধুরী, সৈকত কান্তি দে, কে এম রোকনুজ্জামান, এনামুল বাকী, এ এস এম রেজাউন নবী, মো. আশিকুল ইসলাম, প্রদীপ বড়ুয়া, সুমন বসাক, মাকসুদ আলম, প্রদীপ কুমার দাশ, শেখ রাব্বি তৌহিদুল ইসলাম, অনুপম দত্ত, মোহাম্মদ আরিফুল ইসলাম, অসীম সেন, অভিজিৎ কুমার দেব, খুরশেদ উদ্দিন আহমেদ, ইউসুফ শাহ সাজু, মোহাম্মদ সাইফুল হাসান চৌধুরী, মোহাম্মদ আবুল হাশেম, সাদেক মোহাম্মদ চৌধুরী, মো. নুুরুল আবছার, সুব্রত দাশ, মো. কামালুর রহমান ও ঝুলন কুমার দাশ। চট্টগ্রাম কেন্দ্র হতে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে ভোট প্রাপ্তির ক্রমানুসারে নির্বাচিত ৫জন হচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রবীর কুমার সেন, এ কে এম ফজলুল্লাহ, উজ্জ্বল কুমার মোহন্ত, সাদেক মোহাম্মদ চৌধুরী। এ

ছাড়া ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনও একই সাথে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে নির্বাহী ভাইসচেয়ারম্যান পদে প্রকৌশলী সুভাষ চক্রবর্তী, ভাইসচেয়ারম্যান পদে গিয়াস ইবনে আলম এবং সম্পাদক (অর্থ) পদে মোহাম্মদ ইমরানুর রশীদ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে তুহিন রায়, মোহাম্মদ আব্দুল মালেক, মোঃ মাহমুদুল করিম ও রশীদুল আবেদীন চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দের গাড়ি ও সিএনজি টেক্সির সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর
পরবর্তী নিবন্ধসকল ধর্মবর্ণের মানুুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ