আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাব

বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বক্তারা

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। আজকে সাধারণ মানুষকে কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। এই সরকার আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন মানুষ সরকারের পতন দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়। এখনও সময় আছে ক্ষমতা ছেড়ে দিন। এই আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাব। তিনি গতকাল বোয়ালখালীর শাকপুরায় বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গ্যাসবিদ্যুৎ চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডাঙ্গাসহ প্রতিটি ইউনিয়ন বিএনপি এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আবদুল হালিম, শহিদুল্লাহ চৌধুরী, মো. ইউছুপ চৌধুরী, আইয়ুব মেম্বার, ইঞ্জি. এস এম তারেক, আরিফ চৌধুরী ছোটন, ডা. মহসিন খান তরুণ, মো. ইসমাইল, সায়েম চৌধুরী টিটু, আবদুল মান্নান, মহসিন খোকন, ফেয়ার আহমেদ, নজরুল ইসলাম, ইকবাল রোহিত প্রমুখ।

হাটহাজারী পৌরসভা বিএনপি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে গণবিপ্লব জেগে উঠেছে। শনিবার কেন্দ্র ঘোষিত এক ইউনিয়ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক জাকের হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, মোহাম্মদ ইসমাইল, মনিরুল আলম জনী, মাহমুদুল হাসান, সাইফুল, নুরুল কবির তালুকদার, তকিবুল হাসান চৌধুরী তকি, হেলাল, রেজাউল করিম রকি, সাহেদ খান, জসিম উদ্দীন মেম্বার, ছৈয়দ মিয়া মেম্বার, জাহাঙ্গীর আলম, জাহেদ, জালাল উদ্দীন মেম্বার, ওসমান মেম্বার, তসকির আলম, সালাউদ্দীন খালেক, সাইফুল, নাছির তালুকদার, সোহেল, ওসমান, ইয়াসিন চৌধুরী, আরমান প্রমুখ।

মীরসরাই ইউনিয়ন বিএনপি : মীরসরাই প্রতিনিধি জানান, চলমান আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা করেছে মীরসরাই উপজেলা বিএনপি। গতকাল শনিবার মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে জেলাউপজেলা এবং স্বস্ব ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৬ সাহেরখালী ইউনিয়নের কাজির তালুক সিপির মোড় এলাকা থেকে পদযাত্রার উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। এসময়ে আরো উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য বদরোদ্দৌজা মিয়া, যুগ্ম আহবায়ক রফিক উদ্দিন মেম্বার, ইউয়িন যুবদলের আহবায়ক নুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এফ.কে. জাহিদ, ইউনিয়ণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কৃষকদল নেতা আনোয়ার, যুবদল নেতা জাহাঙ্গীর, বিএনপি নেতা ফেরদৌস আলম চৌধুরী, ছাত্রদল নেতা এফ.কে. রাজুসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবকদল নেতৃবৃন্দ। এছাড়া ১১নং মঘাদিয়া, ১নং করেরহাট, ৪নং ধূম, ১৪নং হাইতকান্দি সহ বিভিন্ন ইউনিয়নে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদ চৌধুরী জানান।

লোহাগাড়া বিএনপি: দেশব্যাপী দমননিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে, খালেদা জিয়াসহ দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীর মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি দরবেশহাট ডিসি সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন আসহাব উদ্দিন চৌধুরী এবং সাজ্জাদুর রহমান। এতে অন্যদের মধ্যে অ্যাডভোকেট আবু তাহের, নুরুল আবছার, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, নাছির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, বাহাদুর কোম্পানি, ফেরদৌস কোম্পানি, নুরুল আলম, ডা. সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন, শহিদুল আলম, সৈয়দ আহমদ, নেজাম উদ্দিন প্রমুখ।

এসএম সাহাব উদ্দিন, সিরাজুল ইসলাম, আবু তালেব রুবেল, জাহাঙ্গীর আলম, নাজিম, আলাউদ্দিন বাচ্চু, ইশফাক উদ্দিন চৌধুরী প্রমুখ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি রাউজান সুলতানপুর শাখার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধবাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার আহ্বান