চট্টগ্রাম নগরীতে জামায়াতে ইসলামের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলো মো. সেলিম (৫৩), মো. ফারুক হোসেন (৫১), ইশতিয়াক হায়দার (৩২), মো. আবু ইউসুফ সিদ্দিকী (৩২), জয়নুল আবেদীন (৫৭) ও মো. সানাউল্লাহ (৫১)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, “অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা বাকলিয়া এলাকায় একত্র হয়। এ সময় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।”