হযরত শাহ্সূফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্–হাসানী (ক.) এর ৮৬তম খোশরোজ শরীফ ও মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নিজামী মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সালানা জলসা মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিশ্ববাসীর পরিত্রাণ কামনায় শুক্রবার জুমার নামাজের মুনাজাতে সামিল হন আশেক জনতা। জুমার নামাজের ইমামতি করেন দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ
আল্–হাসানী মাইজভাণ্ডারী (মাজিআ)। সারা দেশ থেকে শত শত পরিবহনে খোশরোজ শরিফে যোগ দেন অসংখ্য মানুষ। খোশরোজ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া, রওজা শরীফে গিলাফ চড়ানো, জিয়ারত, আলোকচিত্র প্রদর্শনী, পবিত্র কোরআন হেফজকৃত ছাত্রদের দস্তারবন্দি, হুজুর কেবলার জিবনী আলোচনা, ছে’মা মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়। তিনদিনব্যাপী খোশরোজ শরীফ মাহফিলে সভাপতির বক্তব্যে হযরত শাহ্সূফি
মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্–হাসানী (মা.জি.আ.) বলেন, দেশ ও বিশ্বে আজ নিরপরাধ মানবতার চরম অপমান–নিগ্রহ চলছে। শান্তিকামী নিরীহ মানুষের ওপর শক্তিধর মানুষের প্রবল শোষণ নিপীড়ন আজ মাত্রা ছাড়িয়ে গেছে। নিপীড়ন–শোষণ–বঞ্চনামুক্ত একটি শান্তিময় পৃথিবী ও মানবিক সমাজ গড়তে আজীবন দিশারীর ভূমিকা রেখেছেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্–হাসানী (ক.)। খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন
শাহ্জাদা সৈয়দ মেহবুব–এ–মইনুদ্দীন আল্–হাসানী (মাজিআ), শাহজাদা সৈয়দ মাশুক–এ–মইনুদ্দীন আল্–হাসানী (মাজিআ), শাহ্জাদা সৈয়দ হাসনাইন–এ–মইনুদ্দীন আল্–হাসানী (মাজিআ)। আলোচনায় অংশ নেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী,
আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মাওলানা মুফতী বাকী বিল্ল্লাহ্ আল–আযহারী, মো. আবুল কালাম আজাদ, আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ হাসান রেজা, অধ্যক্ষ মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী,
মাওলানা বাকের আনসারী, মাওলানা শেখ সাদী মুহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা আব্দুস ছাত্তার সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ হাসান, মাওলানা নঈম উদ্দীন প্রমুখ।