সিএসইতে লেনদেন ১৪.২১ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছ ১৪.২১ কোটি টাকা। ৩,৪১২ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৫৩৫.২৯ পয়েন্টে।

 

সিএসই৫০ মূল্যসূচক ২.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৮.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭১.৩০ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৫.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৮৪০.০১ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৪,০৯০.০১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,৯৩৫.০৩ কোটি টাকায়। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৮টির, এর মধ্যে দাম বেড়েছে ১৯ টির, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগে হেরেই চলেছে মোহামেডান প্রথম জয় পেল রাইজিং স্টার ক্লাব জুনিয়র
পরবর্তী নিবন্ধবোমা থেকে বাঁচতে ছেড়েছিলেন শহর, ভূমিকম্প কেড়ে নিল পরিবারের ২৫ জনকেই