গত ৭ জানুয়ারি শুরু হওয়া বিপিএল এখন একেবারে শেষের দিকে। আজ শেষ হচ্ছে লিগ পর্ব। এই পর্বের ৪১ এবং ৪২তম ম্যাচ শেষ হবে আজ। এরপর থাকবে আর চারটি ম্যাচ। দুটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর। আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে বিজয় দল চলে যাবে পয়েন্ট তালিকার উপরের দুটি স্থান এরই মধ্যে লিগ পর্বে ১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট স্ট্রাইকার্স।
কুমিল্লা এবং রংপুরের পয়েন্ট সমান ১৬ করে। যে দল জিতবে তারা চলে যাবে দ্বিতীয় স্থানে। আর প্রথম কোয়ালিফায়ারে সিলেটের বিপক্ষে খেলবে তারা। সন্ধ্যা সাত টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল এবং খুলনা।
এই ম্যাচে বরিশাল হারলেও কোন ক্ষতি হবে না। চতুর্থ দল হিসেবে তারা যাবে নক আউটে। জিতলে তাদের পয়েন্ট হবে ১৬। তখন কুমিল্লা এবং রংপুরের মধ্যকার ম্যাচে পরাজিত দলের সাথে এলিমিনেটর ম্যাচে খেলবে বরিশাল।
পয়েন্ট তালিকার সবার উপরের দুই দল কেভবে প্রথম কোয়ালিফায়ারে। আর এ ম্যাচে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। পরাজিত দলেরও সুযোগ থাকবে। তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলে ফাইনাল নিশ্চিত হবে। আর হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। তাই মুলত আজকের পরেই বিপিএলের আসল উত্তেজনা শুরু হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল। আর সে দিনই নিশ্চিত হয়ে যাবে কার ঘরে যাচ্ছে এবারের বিপিএলের শিরোপা।











