ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৩ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার পূর্বদিকের সর্বশেষ অঞ্চল পাপুয়ায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি এক ভূমিকম্পে অন্তত চারজন নিহত ও একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা।

দক্ষিণপূর্ব এশীয় দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আঘাত হানা এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পাপুয়ার প্রদেশের রাজধানী জয়াপুরা থেকে এক কিলোমিটার দূরে, গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে একটি ভবন ধসে তার ভেতর একটি ক্যাফেতে থাকা চারজনের মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন জয়াপুরার দুর্যোগ বিষয়ক সংস্থার প্রধান আসেপ খালিদ।

তিনি বলেন, “দুই-তিন সেকেন্ড ধরে হওয়া তীব্র কম্পনে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফুটেজে পোতাশ্রয় সংশ্লিষ্ট একটি ভবন ধসে সমুদ্রে পড়ে যাওয়া এবং শহরের একটি মল ও একটি হাসপাতালের ক্ষতি হতে দেখা গেছে তবে ফুটেজটির সত্যতা যাচাই করা যায়নি।

বিএমকেজি বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে পাপুয়ায় এক হাজারের বেশি কম্পন রেকর্ড হয়েছে, বৃহস্পতিবারেরটি তার একটি।

বিএমকেজি’র প্রধান দ্বিকরিতা কর্ণবতী বলেন, “এ বছরের ২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জয়াপুরার আশপাশে ১ হাজার ৭৯টি ভূকম্পন হয়েছে সেগুলোর মধ্যে বাসিন্দারা টের পেয়েছেন ১৩২টি।”

পূর্ববর্তী নিবন্ধচবি চারুকলার আন্দোলনে ছাত্রলীগের বাধা
পরবর্তী নিবন্ধওভারটেক করতে গিয়ে উল্টে গেল ট্রাক