কাল জমিয়তুল ফালাহ মাঠে পবিত্র দরসুল কোরআন মাহফিল শুরু

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৩১ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের (একেএমবি) উদ্যোগে আগামীকাল শুক্রবার ও ১১ ফেব্রুয়ারি জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ২০তম পবিত্র দরসুল কোরআন মাহফিল। এই উপলক্ষ্যে গতকাল বুধবার মোমিন রোডস্থ একটি রেস্টুরেন্ট সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল প্রস্ততি কমিটির সচিব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। আহ্বায়ক এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনআঞ্জুমানে একেএমবির চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন, সচিব স ম হামেদ হোসাইন, ট্রাস্টি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, খান এ সবুর, মাওলানা এম ওয়াহেদ মুরাদ, স ম শওকত আজিজ, লায়ন মোহাম্মদ ইমরান, আবু ছাদেক ছিটু প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মাহফিলে ২ লক্ষাধিক মানুষের লোকসমাগম হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২ দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার সকাল ৮ টায় শিশুকিশোর সমাবেশ, বিকেলে মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিগ্‌সু অখণ্ড মণ্ডলীতে স্বামী স্বরূপানন্দের আবির্ভাব উৎসব
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে দুর্ঘটনা রোধে নৌপথে লবণ পরিবহনের সিদ্ধান্ত