চাক্তাইয়ের দুই চিনি ব্যবসায়ীকে জরিমানা

মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের অসঙ্গতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:২৮ পূর্বাহ্ণ

দোকানে প্রদর্শিত মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের অসঙ্গতির প্রমাণ পাওয়ায় নগরীর চাক্তাইয়ের দুই চিনি ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তারা। গতকাল বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

 

অভিযানের বিষয়ে মো. আনিছুর রহমান বলেন, চিনির বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা, ক্রয় ও বিক্রয় ভাউচার, চিনির মজুদ ইত্যাদি তদারকি করা হয়। বাজারে যথেষ্ট পরিমাণ চিনি মজুদ রয়েছে বলে প্রতীয়মান হয়। অভিযান চলাকালে দোকানে প্রদর্শিত মূল্য তালিকার বিক্রয় রশিদের অসঙ্গতি পাওয়ায় মেসার্স নিশাত এন্টারপ্রাইজ ও মেসার্স বিএন ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এরূপ কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশু অপহরণের অভিযোগে ফেনী থেকে ৬ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে ধর্ষণ, চন্দনাইশে যুবক গ্রেপ্তার