ছনহরা অদ্বৈত ধাম ও মিশনে কাল থেকে মহোৎসব

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:২৪ পূর্বাহ্ণ

পটিয়াস্থ ছনহরা গ্রামে অদ্বৈত ধাম ও মিশনে জগদগুরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের শুভ পদার্পণের ৬০ তম স্মরণোসব উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার থেকে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানসূচিতে রয়েছে শুক্রবার শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, গীতাযজ্ঞ, গৌধূলি লগ্নে মহানামযজ্ঞের শুভ অধিবাস ও রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শনিবার অহোরাত্র মহানামযজ্ঞ। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহান্ত মহারাজ স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআয়েশা বেগম
পরবর্তী নিবন্ধ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির নির্বাচন