ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা নিউজিল্যান্ডের এক বিমানচালককে জিম্মি করে তাকে হত্যার হুমকি দিয়েছে। বিবিসি জানায়, পাহাড়ি জেলা এনদুগায় অবতরণের পর ফিলিপ মার্থেনসের বিমানে আগুন ধরে যায়। এরপর ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র যোদ্ধারা তাকে ধরে নিয়ে যান। খবর বিডিনিউজের।
ফিলিপের বিমানটিতে এক শিশুসহ ৫ যাত্রী ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীরা ইন্দোনেশিয়ার কাছে ওয়েস্ট পাপুয়ার স্বাধীনতার স্বীকৃতি চাইছে।
পুলিশ বলেছে, তারা জিম্মিকাণ্ডের তদন্ত করছে। কিন্তু আকাশপথে ছাড়া ওই এলাকায় যাওয়া যায় না, যে কারণে কাজটা বেশ কঠিন। ইন্দোনেশিয়ার দৃষ্টিতে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি ‘সন্ত্রাসী গোষ্ঠী’।