ছেলে শেহজাদ খানের একটি ছবি ফেইসবুকে দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী, যাতে হুমড়ি খেয়ে পড়েছে শাকিব খানের ভক্তকুল। সোমবার রাতে দেওয়া সেই ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়, সে তার নিজের স্টাইলে খেলে।’
ছবিতে একটি গদিআঁটা চেয়ারে বসে বীরকে টেবিলে থাকা দাবার গুটি হাতে দেখা যায়। স্থানটি কোথায়, তা বুবলী না জানালেও ভক্তদের মন্তব্যে ধরা পড়ে, এটি বীরের বাবা চিত্রনায়ক শাকিব খানের অফিস। খবর বিডিনিউজের।
এক ভক্ত মন্তব্য করেন, এইটা তো সুপারস্টার বস শাকিব খানের অফিস এবং সেই অফিসে ছোট কিং। আরেকজন লেখেন, কিং খানের অফিসে জুনিয়র কিং!
বুবলী ও শাকিবের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে একজন এমন প্রশ্নও করেন, বাবার অফিসে বীরকে নিয়ে গেল কে?
শাকিব খানের সঙ্গে দাম্পত্যে ফেরার ইঙ্গিত যখন অপু বিশ্বাস দিলেন, তখনই বীরকে নিয়ে এই ছবি দিলেন বুবলী। বুবলীর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের ছেলে আব্রাম খান জয় মায়ের কাছে থাকলেও বিদেশে যাওয়ার আগে বাবার কাছে রেখে আসার কথা দুদিন আগেই কলকাতার দৈনিক আনন্দবাজারকে জানিয়েছিলেন অপু।
অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন শাকিব। গত বছর তারা সেই বিয়ে এবং সন্তান হওয়ার কথা প্রকাশ করেন। তবে এরপর দুজনের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়।
চিত্রনায়ক শাকিব খানের দুই সন্তান আব্রাহাম ও বীরের দুই মা নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তারাও সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অনেকটা ‘প্রতিযোগিতা’ করেই। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এই ছবি পোস্ট করা অপুর প্রত্যাশা, কাজ ও ছেলে নিয়ে বছরটা ভালো যাক।
এদিকে অপুর ভাষ্য, ছেলে বীরের পেছনে তিনি এবং শাকিব দুজনই সময় দিচ্ছেন। বীর আর জয় কি শাকিবের বাড়িতে একসঙ্গে থাকছে? আনন্দবাজারের এমন প্রশ্নে অপু সরাসরি উত্তর এড়িয়ে বলেন, আসলে সন্তান তো সন্তানই হয়। আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের। সেক্ষেত্রে শাকিব খানের সঙ্গে সম্পর্ক কি ফের জোড়া লাগছে? এমন প্রশ্নে অপু বলেন, সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।