ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলায় অদ্ভুত এক চুরির ঘটনা ঘটেছে। সেখানে দুই কিলোমিটার রেললাইন চুরি হয়ে গেছে। এই চুরিতে জড়িত থাকার দায়ে রেলওয়ে রক্ষা বাহিনীর দুই সদস্যকে বহিষ্কার করা হয়েছে। খবর বাংলানিউজের।
যথাযথ কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অভিযুক্তের অপরাধ প্রমাণ হলে একটি এফআইআর দায়ের করা হবে। এই চুরির ঘটনা সামনে আসে ২৪ জানুয়ারি।
প্রতিবেদন বলছে, সমস্তিপুর রেলওয়ে বিভাগ এই ঘটনার সঙ্গে জড়িত। লোহাট নামে একটি চিনিকলে মালামাল পরিবহনের জন্য রেললাইনটি তৈরি করা হয়েছিল।
রেলপথটি চিনিকল থেকে পান্ডাউল ট্রেন স্টেশনের সঙ্গে যুক্ত ছিল। দুর্ভাগ্যবশত রেললাইনটি বন্ধ হয়ে যায়। এই লাইনটি স্ক্র্যাপ বা বর্জিতাংশ হিসাবে নিলাম করার কথা ছিল।