বাঁশখালীর প্রধান সড়কে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়া টলোকার আবু বকর (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে কালীপুর রামদাশ মুন্সিরহাট নামক স্থানে এ ঘটনা সংঘটিত হয়।
নিহত আবু বকর সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার আলীনগর এলাকার আবু ছিদ্দিকের ছেলে এবং দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কালীপুরে কক্সবাজারের মহেশখালীগামী ডাম্পারের ধাক্কায় সাতকানিয়া গামী মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে ।
এতে আবু বকর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাপসপাতালে প্রেরণ করে। চমেকে নেওয়ার পথে সে মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
কালীপুর রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এমআই মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত আবু বকর কে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমরা ডাম্পার ট্রাকের জব্দ করি ও মোটরসাইকেলটি আমাদের হেফাজতে রয়েছে।